হোম > সারা দেশ > নেত্রকোণা

টানা ৪ বার হেরে পঞ্চমবার মিলল বিজয় 

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

‘ব্যর্থতাই সফলতার মূল চাবি কাঠি’ এই কথাটার বাস্তব প্রমাণ নিজ জীবনে ঘটিয়েছেন মো. আইয়ুব আলী। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার স্বল্প ভোটে পরাজিত হলেও একবারও বিন্দুমাত্র আত্মবিশ্বাস কমেনি তাঁর। তাই টানা চারবার পরাজিত হওয়ার পরও পঞ্চমবার চেষ্টা করার শক্তি পেয়েছেন তিনি। নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস তাঁকে শেষ পর্যন্ত জয়ী হতে সহায়তা করেছে। তাই পাঁচবারের চেষ্টায় গত বৃহস্পতিবার পাশ করেছেন তিনি। 

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে জয়ী হয়েছেন মো. আইয়ুব আলী। ওই ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোরগ প্রতীকে মেম্বার পদে লড়ে ৩৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন আইয়ুব আলী। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৩৫৫ ভোট। ভোটের ব্যবধান মাত্র ১১ টি। 

স্থানীয়রা জানান, আইয়ুব আলী খুবই আত্মবিশ্বাসী মানুষ। পরপর চারবার ফেল করেও থেমে যাননি। চেষ্টা করলে তা বিফল যায় না, লেগে থাকলে একদিন সফল হওয়া যায়। আইয়ুব আলীকে দেখে এটি সবার শেখা দরকার। 

আইয়ুব আলীর ভাতিজা মো. রোমান মিয়া বলেন, এর আগে চারবার নির্বাচনে হেরেও ভেঙে পড়েননি। তিনি জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে চান। এই স্বপ্ন থেকেই বারবার নির্বাচন করে গেছেন। এবার তার স্বপ্ন পূরণ হয়েছে। 

এ বিষয়ে আইয়ুব আলীর স্ত্রী রুপালী আক্তার বলেন, ‘আমার স্বামী বারবার নির্বাচনে পরাজিত হয়ে বেশ আর্থিক ক্ষতির মুখে পরে। তবু আমি প্রতিবারই থাকে আত্মবিশ্বাস না হারানোর জন্য ভরসা দিয়ে গেছি এবং এটাও বলেছি যে একদিন না একদিন জনগণ ঠিকই তোমাকে ভোট দিবে। অবশেষে পাঁচবারে এসে আমার স্বামীর মনের আশা পূরণ হলো।’ 

নবনির্বাচিত মেম্বার মো. আইয়ুব আলী বলেন, ‘আত্মবিশ্বাস ছিল একদিন পাশ করব। তবে আগের নির্বাচনগুলোতে মাত্র ৪-৫ ভোটে হেরেছিলাম। জনগণ এবার আমাকে জয়ী করেছে। তাদের সুখে দুঃখে পাশে থাকব।’ 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ