হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিয়ের মাস না পেরোতেই নববধূর আত্মহত্যা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ভালুকায় প্রেম করে বিয়ের মাস না পেরোতেই নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ফারজানা আক্তার (১৮) নামের এক নববধূ। আজ মঙ্গলবার সকালে পুলিশ ফারজানার মরদেহ উদ্ধার করেছে। উপজেলার কাচিনা পন্ডিতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত ফারজানা আক্তার উপজেলার কাচিনা পন্ডিতপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে ইসরাফিলের (২২) স্ত্রী। এবং উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের ওমর আলীর মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত এমসি কটন মিলে ইসরাফিল ও ফারজানা আক্তার চাকরি করতেন। সেই সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের পরিণতি দিতে এই বছরের ১৯ সেপ্টেম্বর তারা নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে ইসরাফিল কর্মস্থলে চলে যান। সকাল ৮টার দিকে ইসরাফিলের ছোট বোন ঝর্ণা (৭) ভাবিকে নাশতা খাওয়ার জন্য ডাক দিতে গিয়ে তাঁর ঝুলন্ত মরদেহ দেখে ডাকাডাকি শুরু করে। পরে পরিবারের লোকজন এসে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় ফারজানার স্বামী ভালুকা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেন। 

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এস আই) রেজাউল করিম জানান, স্বামীর অনুপস্থিতিতে ফারজানা তাঁর নিজের ওড়না দিয়ে বসতঘরের আড়ার সঙ্গে আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।  

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা