হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় কারখানায় আগুন, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকার একটি কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সাইদুল ইসলাম (৩৫) ও আবদুল লতিফ (২৫) নামের দুজন। আজ বুধবার সকালে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামে বন্ধন নামের কারখানায় অগ্নিকাণ্ডের ওই ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের ভায়াবহ গ্রামের বিল্লাল হোসেন ও তার পাঁচ বন্ধু মোস্তফা কামাল, রাম প্রসাদ, আশরাফুল আলম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম মিলে তিন বছর আগে ৮ লাখ টাকা বিনিয়োগ করে ডিজেল ও পেট্রল তৈরির কারখানাটি গড়ে তোলেন। প্রতিদিন ওই কারখানায় ৬০০ কেজি প্লাস্টিক বর্জ্য গলিয়ে ডিজেল ও পেট্রল উৎপাদন করা হয়।

এলাকাবাসী আরও জানায়, আজ বুধবার কারখানাটিতে আগুন ধরাতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় কারখানার প্রধান উদ্যোক্তা বিল্লাল হোসেন অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপর উদ্যোক্তা একই গ্রামের সাইদুল ইসলামের (৩৫) ৪০ শতাংশ শরীর পুড়ে যায়। তা ছাড়া কারখানার শ্রমিক আব্দুল লতিফও (২৫) দগ্ধ হন। স্থানীয়রা অগ্নিদগ্ধ সাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। তা ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। তদন্তসাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ আজকের পত্রিকাকে বলেন, কারখানায় অগ্নিদগ্ধ হয়ে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে