হোম > সারা দেশ > ময়মনসিংহ

তেলের দাম বাড়ায় সরিষা চাষে আগ্রহ বেড়েছে

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ভাজ্যতেলের দাম বাড়ায় এর চাহিদা মেটাতে নান্দাইলে এবার সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাংগাইল, চণ্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার অনেক সরিষা খেতে ফুল আসতে শুরু হয়েছে। সরিষার শাক বিক্রির জন্য ইতিমধ্যে সরিষা উঠিয়ে শাক হিসেবে বিক্রি শেষ করে পুনরায় বীজ বপন করেছেন চাষিরা। 

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ২৫ মেট্রিকটন। উপজেলার ২ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। 

চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ায় এ বছর সরিষা চাষে আমার আগ্রহ বেড়েছে।’ 

রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এর মধ্যে অর্ধেক জমি থেকে সরিষার শাক হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছি। এক বিঘা তেলের জন্য রেখেছি।’ 

মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষারর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি। সরিষার চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিই।’ 

নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আমাদের কৃষি কার্যালয় থেকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। 

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা