হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু 

প্রতিনিধি, শেরপুর

শেরপুরের ঝিনাইগাতীতে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মাওলানা মো. নূরে আলম (৩৮) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত আলম স্থানীয় জামিয়া ফয়জুন্নেছা মহিলা কওমী মাদ্রাসার শিক্ষক ও খৈলকুড়া নতুন জামে মসজিদের ইমাম। তিনি পার্শ্ববর্তী বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফেজ মাওলানা নূরে আলম অন্যান্য দিনের মতো সোমবার মাগরিবের নামাজের ইমামতি করতে মসজিদে যান। নামাজ শেষ করে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মাওলানা নূর আলমকে মৃত ঘোষণা করেন। এদিকে মোটরসাইকেলটি আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, নিহতের পরিবার মরদেহটি বকশিগঞ্জে নিয়ে চলে গিয়েছিল। পরে সেখানে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে