হোম > সারা দেশ > নেত্রকোণা

৬ দিনেও মেলেনি স্কুলশিক্ষিকার সন্ধান 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে ওয়াফিয়া আক্তার (৩৬) নামে এক স্কুলশিক্ষিকা ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর সন্ধান চেয়ে স্বামী এমদাদ উল্লাহ গত শনিবার রাতে মদন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ ওয়াফিয়া আক্তার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের মুফতি হোসাইন আহম্মদের মেয়ে ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার এমদাদ উল্লাহর স্ত্রী। 

সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ওয়াফিয়া আক্তার গত ৮ মার্চ নিজ কর্মস্থল সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক কামরুল হাসান জানুর সঙ্গে তাঁর তর্কবিতর্ক হয়। এতে প্রধান শিক্ষক, সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার রেখা, হেভেন আক্তার ও মো. নজরুল ইসলাম যৌথভাবে ওয়াফিয়াকে গালমন্দ করেন। এরপর দিন থেকেই ওয়াফিয়া আক্তার নিখোঁজ রয়েছেন। 

গত ডিসেম্বর মাসেও প্রধান শিক্ষক ওয়াফিয়া আক্তারকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে বিষয়টি মদন উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিতভাবে জানালে মীমাংসা করা হয়। 

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, ওয়াফিয়ার স্বামী থানায় মিথ্যা ডায়েরি করেছেন। গত ৮ মার্চ ওয়াফিয়ার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছিল। এরপরে রাগে বাড়ি চলে যান। পরে আর স্কুলে না আসায় তাঁকে অনুপস্থিত দেখানো হচ্ছে। 

মদন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন মোবাইলে বলেন, আমি শুনেছি সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, স্কুলশিক্ষিকার নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। 

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু