হোম > সারা দেশ > ময়মনসিংহ

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে ইউএনওর খোলাচিঠি

ময়মনসিংহ প্রতিনিধি

ইউএনও সারমিনা সাত্তার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে এসএসসি ও সমমনা পরীক্ষার্থী প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থীকে খোলাচিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে উপকরণ হিসেবে উপজেলা প্রশাসনের অর্থায়নে ছয়টি পরীক্ষাসামগ্রী বিতরণ করা হয়। উপকরণের মধ্যে রয়েছে ফাইল, বক্স, স্কেল, কলম, রাবার ও পেনসিল।

আজ বুধবার দুপুরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার পরীক্ষার্থীদের চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামীকাল বৃহস্পতিবার নান্দাইল উপজেলার ২০২৫ সালে অংশ নেওয়া মোট ৪ হাজার ৩৭৫ জন এসএসসি পরীক্ষার্থীর হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে এই চিঠি।

এর আগে গতকাল মঙ্গলবার সকালে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে আয়োজিত পরীক্ষার প্রস্তুতিমূলক সভায় এসএসসি ও সমমনা ২০২৫ পরীক্ষার্থীদের খোলাচিঠি ও উপকরণ বিতরণ করা হয়।

ইউএনও সারমিনা সাত্তার উপজেলার ১৪টি পরীক্ষাকেন্দ্রের প্রধান ও ট্যাগ অফিসারের হাতে পরীক্ষার্থীদের উদ্দেশে এসব চিঠি ও উপকরণ তুলে দেন।

ইউএনওর এমন ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসায় ভাসছেন উপজেলাজুড়ে। পরীক্ষার্থীদের কাছে খোলা চিঠি পৌঁছে দেওয়ায় শিক্ষার্থীরা পরীক্ষা ভালো করার পাশাপাশি অন্য শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে বলে প্রত্যাশা করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

ছবি: সংগৃহীত

চিঠির শুরুতে পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে ইউএনও লেখেন, ‘তোমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতার মাইলফলকের একটি সিঁড়িতে দাঁড়িয়ে রয়েছ। এ মুহূর্তে যা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নকেই প্রতিফলিত করছে। কঠোর শ্রম, নিষ্ঠা, একাগ্রতা ও সততার সঙ্গে এগিয়ে সেই স্বপ্নের পথকে সহজ করবে তোমরা। এ পথে হতাশা, ব্যর্থতা ও গ্লানিকে আঁকড়ে ধরে বসে থাকার কোনো সুযোগ নেই।

এই গুরুত্বপূর্ণ পরীক্ষার সঙ্গে সঙ্গে যে চাপ ও উত্তেজনা আসে, তা অতিক্রম করবে অত্যন্ত ধৈর্য, মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে। নিজেদের পরিশ্রমের ওপর আস্থা ও সৃষ্টিকর্তার প্রতি একাগ্র সাধনা—এ দুয়ের মিশ্রণে তোমরা এগিয়ে যাবে তোমাদের সফলতার পথে।’

চিঠিতে ইউএনও আরও লেখেন, ‘তোমাদের আগামীর পথচলা হোক ভীষণ আনন্দময়। ভালো ছাত্রছাত্রীর পাশাপাশি তোমরা বেড়ে ওঠো একজন মানবিক মানুষ হিসেবে, বাবা-মায়ের স্বপ্নপূরণের সারথি হয়ে।’

এ বিষয়ে বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির প্রধান শিক্ষক সুলতান আহমেদ ও নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, ইউএনও ম্যাডামের উদ্যোগটি সত্যি ব্যতিক্রম এবং প্রশংসার দাবি রাখে। তাঁর এই চিঠি শিক্ষার্থীদের জীবন গড়তে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন। আর উদ্যোগটি নান্দাইলে প্রথম।

এ বিষয়ে ইউএনও সারমিনা সাত্তার বলেন, ‘আমাদের সন্তানেরা কেবলই পরীক্ষায় প্রাপ্ত নম্বর/ফলাফলের ওপর ভিত্তি করে যেন নিজেদের মূল্যায়ন না করে, সেটিই বলতে চেয়েছি এই চিঠির মাধ্যমে। কঠোর শ্রম ও চেষ্টা থাকলে যেকোনো পথেই সফল হওয়া সম্ভব। জীবনের যেকোনো পর্যায়ে এটিকে ধারণ করে সামনের পথ পাড়ি দিতে হবে সকল শিক্ষার্থীকে।’

সূত্র জানায়, ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর ১৫৬টি পরীক্ষাকেন্দ্রে মোট ১ লাখ ৬ হাজার ৯৭২ জন এসএসসি ও সমমনা পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের মধ্যে বিজ্ঞান শাখায় ৪৪ হাজার ৪৫৩ জন, মানবিক শাখায় ৫৭ হাজার ৭৫ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ৫ হাজার ৪৪৪ জন।

তাঁদের মধ্যে ছাত্রসংখ্যা ৫৪ হাজার ৪৬৫ ও ছাত্রীসংখ্যা ৫২ হাজার ৫০৭ জন। গত বছর এই বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ৩৪৪ জন।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র