হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ৭৬৪ বোতল মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আদালতের নির্দেশে বিভিন্ন মামলায় জব্দ করা ৭৬৪ বোতল ভারতীয় মদ ও ৪৫০ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। আজ বুধবার বিকেলে শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

২০২৩ সালের ২৬ নভেম্বর ঝিনাইগাতী থানার এসআই রাজিব ভৌমিকের নেতৃত্বে ঝিনাইগাতী উপজেলার সীমান্ত লাগোয়া গোমরা গ্রামের পাহাড়ি এলাকায় আটটি প্লাস্টিকের বস্তায় পরিত্যক্ত অবস্থায় ২২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ছাড়া একই বছরের ৩ ডিসেম্বর ঝিনাইগাতী থানার এসআই মোহাম্মদ ফরিদ উদ্দিনের নেতৃত্বে উপজেলার সীমান্তবর্তী সন্ধ্যাকুড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫টি প্লাস্টিকের বস্তায় ৫৪০ বোতল ভারতীয় মদ এবং দুটি প্লাস্টিকের বস্তায় ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওই সব ঘটনায় থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং জব্দকৃত মাদকদ্রব্য আদালতে সোপর্দ করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারিন ফারজানা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য ধ্বংসের আদেশ দেন।

আদেশ অনুযায়ী আজ বুধবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদ ও মো. মেহেদী হাসানের উপস্থিতিতে ওই সব মাদকদ্রব্য রোলার দিয়ে গুঁড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়। ওই সময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী থানার এসআই আব্দুল মালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে