হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় ২ কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার

প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় দুই কোটি টাকা মূল্যের দখলকৃত বনভূমি উদ্ধার করেছে হবিরবাড়ী বন বিভাগ। গতকাল বুধবার দুপুরে উদ্ধারকৃত বনভূমিতে দিনব্যাপী গাছের চারা রোপণ করেন কর্মকর্তারা। পরে বন বিভাগের একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। 

বন বিভাগের ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা নুর মোহাম্মদ জানান, উপজেলার হবিরবাড়ী বিটের আওতায় হবিরবাড়ী মৌজার সিএস ১৯ নং দাগে দুই কোটি টাকা মূল্যের দুই একর বনভূমি ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানী জবরদখল করে রাখেন। ওই জমি উদ্ধার করে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হবিরবাড়ী বিট অফিসার মো. দেওয়ান আলী, হবিরবাড়ী বিট ও মেহেড়াবাড়ী ক্যাম্পের সব স্টাফ। 

অভিযুক্ত ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানি বলেন, `আমি সিএস দাগের জমি ক্রয় করেছি। বনের জমি না।' 

হবিরবাড়ী বিট অফিসার দেওয়ান আলী বলেন, `ইঞ্জিনিয়ার সারওয়ার রব্বানী দুই একর বনভূমি জবরদখল করে রাখেন। ওই জমিটুকু উদ্ধার করা হয়েছে। গাছের চারা রোপণ করেছি। জবরদখলকৃত বন বিভাগের সব জমি পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে এবং দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার