পিএসসি সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।
আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে তারাকান্দি থেকে আসা ঢাকাগামী অগ্নীবীনা এক্সপ্রেস ট্রেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জব্বারের মোড়ে আটকে দেন শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনমাস্টার নাজমুল হক খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পিএসসি সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে ঢাকাগামী অগ্নীবীণা ট্রেনটি অবরোধ করেছেন বাকৃবি শিক্ষার্থীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা–ময়মনসিংহ রেলপথ অবরোধ রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তাঁরা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করছেন।