নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে আসা আবির হাসান (২০) নামের এক তরুণ সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন। আজ রোববার দুপুরে তিনি নিখোঁজ হন। আবির গাজীপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন আবির। আজ রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
এ বিষয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ শফিকুল ইসলাম শফিক বলেন, ‘খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে।’