হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও তিন পুরুষ রয়েছেন। আশঙ্কাজনক অবস্থা হওয়ায় এক নারীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। আহত ১০ জনের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর চরকালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতরা হলেন চরকালিবাড়ি এলাকার তারিকুল ইসলাম (৩৫), সোহেল রানা (৫০), ইসমাইল হোসেন (২৫), সালমা বেগম (২৫), কোহিনুর আক্তার (৪০), ইয়াসিন হোসেন (৫), সুলেমান মিয়া (৫), রাহিম মিয়া (৪), তানজিনা আক্তার (৪), মিম আক্তার (৫) ও মানিক মিয়া (৯)।

আহত তারিকুল ইসলাম বলেন, ‘৬ থেকে ৭ বছর ধরে আমি এবং সোহেল রানা এই ব্যবসার সঙ্গে জড়িত। দুপুরে কাজ করার সময় হঠাৎ করে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে আমি অন্যত্র পড়ে যাই। তারপর আর কিছু বলতে পারি না। পাশে শিশুরা খেলতে ছিল তারাও দগ্ধ হয়েছে।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, স্থানীয় ইদ্রিস আলীর বাড়িতে দীর্ঘদিন ধরে গ্যাস বেলুন তৈরি ও ব্যবসা পরিচালিত হচ্ছিল। প্রতিদিনের মতোই আজও সিলিন্ডার থেকে গ্যাস দিয়ে বেলুন ফোলানোর সময় বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ সময় দোকান ও আশপাশে থাকা শিশু-নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক রাকিবুল হাসান বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহতদের ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কোহিনুর আক্তার নামের এক নারীর শরীরের প্রায় ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়েছে। বাকিদের অবস্থা শঙ্কামুক্ত।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র