হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

গতকাল শনিবার বিকেলে পৌরসভার গফরগাঁও-ময়মনসিংহ (কেবিআই সড়ক) সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের সালটিয়া এলাকার অজিত চন্দ্র বিশ্বাসের মা মাখনী রানী বিশ্বাস (৯০) গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গফরগাঁও-ময়মনসিংহ সড়ক (কেবিআই সড়ক) পার হয়ে ফায়ার সার্ভিসের পাশে মেয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন বৃদ্ধাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ বিষয়ে মাখনী রানীর ছেলে নিতাই বিশ্বাস বলেন, ‘বিকেলে বোনের বাসায় যাওয়ার সময় মা রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় আহত হন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মমেক হাসপাতালে মারা যান মা। পুলিশকে ঘটনা জানিয়ে মায়ের শেষকৃত্য করা হয়েছে।’ 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩