হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

গফরগাঁওয়ে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত এক বৃদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

গতকাল শনিবার বিকেলে পৌরসভার গফরগাঁও-ময়মনসিংহ (কেবিআই সড়ক) সড়কের ফায়ার সার্ভিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের সালটিয়া এলাকার অজিত চন্দ্র বিশ্বাসের মা মাখনী রানী বিশ্বাস (৯০) গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গফরগাঁও-ময়মনসিংহ সড়ক (কেবিআই সড়ক) পার হয়ে ফায়ার সার্ভিসের পাশে মেয়ের বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক বৃদ্ধাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন বৃদ্ধাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শনিবার সন্ধ্যা ৬টার দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এ বিষয়ে মাখনী রানীর ছেলে নিতাই বিশ্বাস বলেন, ‘বিকেলে বোনের বাসায় যাওয়ার সময় মা রাস্তা পার হতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় আহত হন। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মমেক হাসপাতালে মারা যান মা। পুলিশকে ঘটনা জানিয়ে মায়ের শেষকৃত্য করা হয়েছে।’ 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, ‘এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে