হোম > সারা দেশ > নেত্রকোণা

মদনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রংমিস্ত্রির মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে হিমেল মিয়া (৩০) নামে এক রংমিস্ত্রি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক রংমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ শনিবার বিকেলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাওহীদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১টার দিকে উপজেলার চানগাঁও ইউনিয়নের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হিমেল মদন ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে। আর গুরুতর আহত তৌহিদ মিয়া একই ইউনিয়নের পরশখিলা কুমারীকোনা গ্রামের মৃত আক্কেব আলির ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর গ্রামে সাইফুল মিয়ার বাড়ির দ্বিতীয় তলা নতুন ভবনে চারজন রংমিস্ত্রি রঙের কাজ করেন। বাড়ির ছাদের ১৫ ফিট ওপর দিয়ে গেছে পল্লী বিদ্যুতের বিদ্যুতের মেইন লাইন। কাজ করার সময় পল্লী বিদ্যুতের মেইন লাইনে লোহার মই লেগে বিদ্যুৎস্পৃষ্টে এ হতাহতের ঘটনা ঘটে। 

মদন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফিরোজ হোসেন বলেন, বাড়ির মালিক সাইফুল ইসলাম বিদ্যুৎ অফিসকে না জানিয়ে মেইন লাইনের নিচে বাড়ি করেছে। যা নিয়ম বহির্ভূত। সেই সঙ্গে বিদ্যুৎ অফিসকে না জানিয়ে বিদ্যুৎ চলমান থাকা লাইনের নিচে রং মিস্ত্রি দিয়ে কাজ করিয়েছেন।

ওসি মো. তাওহীদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র