হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহতের ঘটনায় সড়ক অবরোধ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে এলাকাবাসী। মুন্সিরহাট বাজার থেকে এরশাদবাজারে যাওয়ার রাস্তাটি গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় তারা। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার মুন্সিরহাট বাজারের যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আকাশ মিয়া (১৮)। সে জিগাতলা চক্রনা গ্রামের রিপন মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সন্ধ্যায় সাইকেল চালিয়ে মুন্সিরহাট বাজারের দিকে যাচ্ছিল আকাশ। এ সময় চক্রনা নামক স্থানে বাজার থেকে আসা একটি যাত্রীবাহী অটো তাকে ধাক্কা দেয়। এরপর পাশের ধানখেতে ছিটকে পড়ে যায় আকাশসহ অটোরিকশার যাত্রীরা। আকাশ মিয়া অটো গাড়ির নিচে পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থা গুরুতর দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এরপর ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। অটোরিকশাটি স্থানীয়রা আটক করলেও চালক পালিয়ে যান। 

ধোবাউড়া থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) সাইকুল ইসলাম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। পরে সড়কের ওপর থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। 

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক

পদোন্নতির ডাক পেলেন শেখ হাসিনার সাজা প্রত্যাখ্যান করা শিক্ষক মাসুদ রানা

স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন চিকিৎসক ধনদেব