ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (মমেক) নবজাতক ওয়ার্ডে গত দুই দিনে ঠান্ডাজনিত রোগে ২৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. ওয়ায়েজ উদ্দিন ফরাজী।
ডা. ওয়ায়েজ বলেন, ‘গেল ১৫দিন ধরে ঠান্ডাজনিত রোগে নবজাতক ওয়ার্ডে শিশু ভর্তির সংখ্যা বাড়ছে। মারাও যাচ্ছে আগের তুলনায় বেশি। এ অবস্থা আরও বেশ কিছুদিন থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় ওয়ার্ডটিতে ১১ জন শিশু এবং এর আগের ২৪ ঘণ্টায় ১৪ জন শিশু মারা গেছেন। অর্থাৎ গত দুই দিনে ২৫জন শিশুর মৃত্যু হয়েছে। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তারা মারা গেছে।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে শিশু ও নবজাতক ওয়ার্ডে বর্তমানে ৫৯৬ শিশু ভর্তি আছে। এর মধ্যে বেশির ভাগ শিশুই ঠান্ডা জনিত রোগে আক্রান্ত। শিশুদের স্বাস্থ্য সেবায় অভিভাবকদের বাড়তি নজর দিতে হবে। সব সময় শীতের কাপড় শিশুদের পরিয়ে রাখতে হবে। শিশুরা ঠান্ডা এবং কাশিতে আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করতে হবে।’