হোম > সারা দেশ > নেত্রকোণা

‘বিয়েতে রাজি না হওয়ায়’ চাচাশ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদনে বিয়েতে রাজি না হওয়ায় বাড়িতে অনশনের পর প্রতিবেশী চাচাশ্বশুরের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ করেছেন এক গৃহবধূ।

পৌর সদর এলাকার ২০ বছর বয়সী ওই গৃহবধূ গত মঙ্গলবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান।

মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, ‘বিয়ের প্রলোভন দিয়ে এক নারীকে ধর্ষণের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্থানীয় কাউন্সিলর হক্কু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বিয়ের দাবিতে ১২ দিন ধরে দিলু মিয়ার বাড়িতে প্রতিবেশী ভাতিজার বউ অনশন করছেন। আমরা অনেক চেষ্টা করেও বিষয়টি মীমাংসা করতে পারিনি। গত মঙ্গলবার রাতে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।’

পুলিশ বলছে, ওই গৃহবধূর সঙ্গে চাচাশ্বশুরের ‘পরকীয়া’ ছিল। ঘটনা জানাজানি হয়ে গেলে স্বামী তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপর তিনি ১০ জুন চাচাশ্বশুরের বাড়িতে অনশনে বসেন। বিয়ের দাবি মেনে না নেওয়ায় গত মঙ্গলবার রাতে মদন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি।

এক সন্তানের মা ওই গৃহবধূ এখন পর্যন্ত প্রতিবেশী ওই চাচাশ্বশুরের বাড়িতেই অবস্থান করছেন।

 

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র