হোম > সারা দেশ > ময়মনসিংহ

নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, নির্বাচন ছাড়া রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কারও সুযোগ নেই। বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় যেতে হলে নির্বাচনে আসতেই হবে। সংবিধান অনুযায়ী যথা নিয়মেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

আজ শুক্রবার ময়মনসিংহের তাঁর নিজ নির্বাচনী এলাকা মুক্তাগাছায় খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গড়বাজাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, একজন খবর পাঠক যেমন খবর পাঠ করে জিয়াউর রহমানও ঠিক তেমনি স্বাধীনতা ঘোষণা পত্র পাঠ করেছেন। এ ছাড়া আর অন্য কিছু নয়। 

শুক্রবার ময়মনসিংহের তার নিজ নির্বাচনী এলাকা মুক্তাগাছায় খেরুয়াজানী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গড়বাজাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মোল্লার সভাপতিত্বে ইফতার পার্টিতে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আরব আলী, জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট বদর উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাকুলী আক্তার। 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ মোল্লার সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান আরব আলী, জেলা নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট বদর উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুক্তাগাছা পৌরসভার মেয়র বিল্লাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাকুলী আক্তার প্রমুখ।

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পুলিশ বক্সের সামনে যুবদল কর্মীকে ছুরিকাঘাত, হাসপাতালে মৃত্যু

শেরপুরে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক