হোম > সারা দেশ > ময়মনসিংহ

খাট বানানোর মজুরি নিয়ে দ্বন্দ্ব, নিহত ১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তুচ্ছ বিষয় নিয়ে খুনের ঘটনা ঘটেছে। উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের গাগলা মোড়ে বৃহস্পতিবার রাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহতের নাম আবুল কালাম। তিনি অচিন্ত্যপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খান্দার গ্রামের ইউপি সদস্য সুবুর আহম্মেদ সাগরের চাচা।

ঘটনার পর রাতেই শফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। হত্যার প্রতিবাদে শুক্রবার বেলা ১১টায় শাহগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শাহগঞ্জ বাজারের গাগলা মোড়ে কাঠমিস্ত্রি শফিকুল ইসলামের দোকানে খাট বানাতে আসেন আবুল কালাম। সেখানে খাট নির্মাণের মজুরি নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষেরই লোকজন হতাহত হয়। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে খান্দার গ্রামের মৃত জাফর আলীর ছেলে আবুল কালাম (৬০) মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার বলেছেন, ‘এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।’ 

এদিকে ঘটনার জের ধরে উপজেলার শাহগঞ্জ বাজারের অচিন্ত্যপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাগলা ও খান্দার গ্রামবাসীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে শাহগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। বাজারে আসা লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি করে পালিয়ে যায় এবং দোকানপাট বন্ধ হয়ে যায়। 

গৌরীপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘হত্যার ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।’ 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে