ময়মনসিংহের ভালুকায় পৃথক স্থানে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার পুরুড়া গ্রামের নারাঙ্গীপাড়ায় মো. আলাউদ্দিন (২৭) ও একই উপজেলার খারুয়ালী গ্রামের রকিবুল ইসলাম মুনশি (৩৫) বিদ্যুতায়িত হয়ে মারা যান।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের নারাঙ্গী পাড়ার মৃত লাল মিয়া ব্যাপারীর ছেলে আলাউদ্দিন রাস্তার ওপর পড়ে থাকে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
একই রাতে ভালুকা সদর ইউনিয়নের খারুয়ালী গ্রামের মৃত মফিজ উদ্দিন মুনশির ছেলে রকিবুল ইসলাম মুনশি বৈদ্যুতিক মিটারের তার কস্টেপ দিয়ে প্যাঁচানোর সময় বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যান। প্রতিবেশীরা উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। নিহত রকিবুল মেহেরাবাড়ী তালতলা তাঁর শ্বশুরের সঙ্গে খাবার হোটেলের ব্যবসা করতেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করছেন।