ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ঠিকাদার হাশেম আলীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক খায়রুল আলম রফিক।
গতকাল বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন তাকে স্থায়ী জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক খায়রুল আলম রফিকের আইনজীবী শেখ আবু সাদাত মোহাম্মদ খায়ের।
আবু সাদাত মোহাম্মদ খায়ের বলেন, জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের আদালতে দীর্ঘ সময় শুনানি শেষে বিজ্ঞ আদালত দুই সিনিয়র আইনজীবীর বক্তব্য শুনে খায়রুল আলম রফিকের স্থায়ী জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক খায়রুল আলম রফিক জানান, আমি বিজ্ঞ আদালতের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি ন্যায় বিচার পাবো।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক (তদন্ত) নুর খান জানান, মিথ্যা মামলা দিয়ে সাংবাদিককে শায়েস্তা করা দুর্নীতিবাজদের এক বড় হাতিয়ার। ঠিকাদার হাশেম আলীর দায়েরকৃত মিথ্যা মামলার শিকার হয়ে সাংবাদিক খায়রুল আলম রফিক আর্থিক ও মানসিকভাবে যে ক্ষতির শিকার হয়েছেন, এর দায় কে নেবে?
সাংবাদিক খাইরুল আলম রফিকের পক্ষে জামিন শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. আব্দুল্লাহ আল বাকী।