হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে লকডাউন বাস্তবায়নে কঠোর প্রশাসন

প্রতিনিধি

নান্দাইল (ময়মনসিংহ): করোনা প্রতিরোধে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত সারা দেশে সর্বাত্মক লকডাউন চলছে। ময়মনসিংহের নান্দাইলেও চলছে লকডাউন। লকডাউন বাস্তবায়নে নান্দাইল উপজেলা প্রশাসন বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে মাঠে অবস্থান করছে। উপজেলার বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে সেনাবাহিনীর টহলও চোখে পড়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসকের নির্দেশে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের নেতৃত্বে ব্যাপক কর্মতৎপরতা চালিয়েছে। এ তৎপরতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হকও উপস্থিত ছিলেন। ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ ও নান্দাইল হাইওয়ে থানার (ওসি) মো. মাসুদ খান।

উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা যায়, দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনের কারণে ফাঁকা রাস্তায় মানুষের সীমিত চলাচল ছিল। উপজেলার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে। দোকানপাট খোলা রাখা ও অপ্রয়োজনীয় চলাফেরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার ৯ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুল হক জানান, সকাল থেকে উপজেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে। স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। বিধিনিষেধ না মানলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। 

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহার করার জন্য বলেন। প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে না যাওয়ার জন্যও তিনি বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। 

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ