ময়মনসিংহের গফরগাঁওয়ে বানার নদী থেকে অজ্ঞাত এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ সোমবার উপজেলার পাগলা থানার চাঁনপুর বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাগলা থানার টাংগাব ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় বানার নদীতে এক নারীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব রহমান আজকের পত্রিকা বলেন, ‘লাশের পরিচয় পাওয়া যায়নি। পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’
তিনি আরও বলেন, ‘লাশের ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’