হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় আবারও এসকিউ কারখানার শ্রমিকের মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 

ময়মনসিংহের ভালুকায় হঠাৎ অসুস্থ হয়ে শিউলী আক্তার (৩৬) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে এসকিউ বিরিকিনা কারখানায় এই ঘটনা ঘটে। এর আগে একই কারখানার দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে। 

শিউলীর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসাইন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিকভাবে এই চিকিৎসক জানাতে পারেননি। শিউলী নেত্রকোনার মদন উপজেলার আলমুশরা রাজতলা গ্রামের বাসিন্দা। 

কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ জানায়, আজ সকালে জামিরদিয়া গ্রামের পোশাক কারখানা এসকিউ স্টেশনের বিরিকিনার এক নম্বর ইউনিটের ৭ জন ও সেলসিয়াস লিমিটেডের ৫ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন, শিউলী, নিশাদ (৩০), সুমি (৩০), শারমিন (২৩), সেলিম (২৯), রেজিনা (২৬), হাসিনা (৩৬), অজুফা (২১), মারুফা (২১), সুফিয়া (৩১), জোসনা (৩২) ও রহিমা (২৫)। 

অসুস্থ শ্রমিকদের শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শিউলী আক্তারের মৃত্যু হয়। এর আগেও ওই কারখানার ৩৪ জন শ্রমিক অসুস্থ হন। সেই ঘটনায় দুজন শ্রমিক মারা যান বলে জানায় শিল্প পুলিশ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এসকিউ গ্রুপের কারখানায় আবারও শ্রমিক অসুস্থ ও একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে