হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মী কারাগারে

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বিএনপির ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তাঁরা জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাঁরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এর মধ্যে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম আনারসহ ২০ জন এবং মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামানসহ অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মী রয়েছেন।

নেত্রকোনা জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্বধলা বিএনপির আহ্বায়ক বাবুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর পূর্বধলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ উল্টো আমাদের ১৩ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ৪৫ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়।’

তিনি বলেন, ‘এ মামলায় সবাই কয়েক ভাগে বিভক্ত হয়ে উচ্চ আদালত থেকে বিভিন্ন মেয়াদে জামিনে ছিলেন। ওই ২০ জন উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আজ (বুধবার) চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন নিতে গেলে বিচারক তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘১ অক্টোবর মদনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে বাড়ি যাওয়ার পর পুলিশ নাকি একটি পুকুরের পাড় থেকে কয়েকটা ককটেল উদ্ধার করেছে। সেই ঘটনায় ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে। এ মামলায় নেতা-কর্মীরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। আজকে ১০ জন চিফ জুডিশিয়াল আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।’

জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী আজকের পত্রিকাকে বলেন, ‘সরকার একতরফা নির্বাচন করার জন্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জেলে পাঠাচ্ছে। দেশজুড়ে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। বিএনপির চলমান আন্দোলনকে থামাতে সরকার এসব করছে। তবে, গ্রেপ্তার করে জেলে পুরে কোনো লাভ হবে না। বিএনপি তাদের গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিসহ সব ন্যায্য দাবি আদায় করেই করেই ছাড়বে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে