হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বজ্রপাতে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে মো. সাইদুল ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের হযরত আলীর ছেলে। সে গাজীপুরের মাওনায় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলাম তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করত। পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হয়রত আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে। আজ দুপুরে বাড়ির পাশে বৃষ্টির মধ্যে শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল ইসলাম। হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির চাচা মো. মারফত জানান, সাইদুল তার বাবার সঙ্গে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। দুপুরের দিকে বাচ্চাদের সঙ্গে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বজ্রপাতে শিশুমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।’

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার