হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বজ্রপাতে শিশুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে মো. সাইদুল ইসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৩১ মে) বেলা ২টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ওই গ্রামের হযরত আলীর ছেলে। সে গাজীপুরের মাওনায় একটি স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, মো. সাইদুল ইসলাম তার পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করত। পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হয়রত আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে। আজ দুপুরে বাড়ির পাশে বৃষ্টির মধ্যে শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল ইসলাম। হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির চাচা মো. মারফত জানান, সাইদুল তার বাবার সঙ্গে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল। দুপুরের দিকে বাচ্চাদের সঙ্গে খেলা করার সময় বজ্রপাতে মারা গেছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বজ্রপাতে শিশুমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে।’

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ময়মনসিংহে হোস্টেল থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১১

দীপু দাসের পরিবারের পাশে শহীদুল আলমসহ ১৮ মানবাধিকারকর্মী

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ