হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনার ২ সাংবাদিককে জিম্মির পর মারধর করে মুক্তিপণ আদায়

নেত্রকোনা প্রতিনিধি

কেন্দুয়ার ভুক্তভোগী দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।

ভুক্তভোগী সাংবাদিকেরা হলেন, দৈনিক আমাদের সময়ের কেন্দুয়া উপজেলা প্রতিনিধি রাখাল বিশ্বাস ও দৈনিক স্বদেশ সংবাদের একই উপজেলা প্রতিনিধি রোকন উদ্দিন।

ভুক্তভোগী দুই সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় সাংবাদিকতা বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা শেষে গতকাল সন্ধ্যায় তাঁরা বাড়ি ফিরছিলেন। বিমানবন্দরের সামনে ময়মনসিংহগামী বাসে ওঠার অপেক্ষায় ছিলেন তাঁরা। এ সময় একটি মাইক্রোবাস এসে তাঁদের সামনে দাঁড়ায়। মাইক্রোবাসের চালক ও একজন যাত্রী জানান, তাঁরা মাইক্রোবাস নিয়ে ময়মনসিংহে যাচ্ছেন। চাইলে টাকার বিনিময়ে তাঁরাও যেতে পারেন। এই প্রস্তাবে রাজি হয়ে দুজন মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাসটি গাজীপুর এলাকায় আসার পর যাত্রীবেশী সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ফেলে।

সাংবাদিকেরা বলেন, এ সময় তাঁদের সঙ্গে থাকা মোবাইল ফোন, স্বর্ণের আংটি ও নগদ প্রায় ২৫ হাজার টাকা তারা নিয়ে নেয়। পরে তাঁদের চোখ ও হাত বেঁধে বেধড়ক মারধর করে বাড়িতে ফোন করে বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলে। নিরুপায় হয়ে তাঁরা স্বজনদের কাছে ফোন করে টাকা পাঠানোর অনুরোধ করেন। এভাবে প্রায় ১ লাখ টাকা নিয়ে নেয়। রাত ৯টার দিকে তাঁদের রাস্তার পাশে ফেলে রেখে সন্ত্রাসীরা মাইক্রোবাস নিয়ে চলে যায়। পরে তাঁরা পাশের একটি সেনা ছাউনির সদস্যদের সহযোগিতায় বাসে ময়মনসিংহে ফিরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাংবাদিক রাখাল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘এখন অনেকটা সুস্থ আছি। তবে মারধরের কারণে শরীর ব্যথা এখনো কমেনি।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে