হোম > সারা দেশ > ময়মনসিংহ

নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশের কার্যক্রম না থাকায় আজ রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে যায় নিহতের পরিবার।

নিহত শফিকুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৬০ মিটারের মতো। শফিকুল দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া বলেন, ‘শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা-পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা দোকানে ঢুকে তাঁকে খুন করে টাকাপয়সা নিয়ে যায়। সকালে খরিদ্দারের চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।’

টালকী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় তাঁর লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার