হোম > সারা দেশ > ময়মনসিংহ

নকলায় বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় দোকান থেকে শফিকুল ইসলাম (৬০) নামের এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে টালকী ইউনিয়নের সাইলামপুর গ্রামে পাকা সড়কের পাশে দিহান স্টোরে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশের কার্যক্রম না থাকায় আজ রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ এলাকাবাসীর সহযোগিতায় লাশ থানায় নিয়ে যায় নিহতের পরিবার।

নিহত শফিকুল ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। তাঁর বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ৬০ মিটারের মতো। শফিকুল দীর্ঘদিন ধরে বিকাশ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে।

শফিকুলের চাচা সাইয়্যিদ ইয়াহিয়া বলেন, ‘শফিকুলের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ছিল না। দেশের চলমান পরিস্থিতি ও নকলা থানা-পুলিশের কোনো কার্যক্রম থাকায় নিরাপত্তার কথা ভেবে শফিকুল রাত ৯টার দিকে দোকান বন্ধ করে দোকানে ঘুমিয়ে পড়েন। পরে কে বা কারা দোকানে ঢুকে তাঁকে খুন করে টাকাপয়সা নিয়ে যায়। সকালে খরিদ্দারের চিৎকারে দোকানে এসে আমরা ঘটনা জানতে পারি।’

টালকী ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও শফিকুলের পরিবারের সহযোগিতায় তাঁর লাশ ভ্যানগাড়ি করে নকলা থানায় পাঠিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উদ্ভট এক উটের পিঠে চলছে স্বাস্থ্য সেবা: ডিজির সঙ্গে তর্কের পর অব্যাহতি পাওয়া চিকিৎসক

বাবার জানাজায় এসে ছেলের মৃত্যু, একসঙ্গে দাফন

তর্কে জড়ানো চিকিৎসককে বরখাস্তের নির্দেশ ডিজির

বদলি নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশ শিক্ষকনেতার

ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস, উপসহকারী প্রকৌশলীকে বদলি

জামালপুর-২: বিএনপির দলীয় প্রার্থীর পাশে নেই মনোনয়নবঞ্চিতরা

ময়মনসিংহের ১১ আসন: বিএনপির দ্বন্দ্বে সুবিধায় জামায়াত

বাকৃবিতে শুরু দুই দিনব্যাপী বিএসপিএসটির জাতীয় সম্মেলন

উন্নয়ন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান

বন্ধুকে খুন করে রক্তমাখা কুড়াল হাতে থানায় হাজির যুবক