হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রকাশ্যে সিল মারার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করার অভিযোগে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ভোট গ্রহণ চলমান রয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যাহারকৃতরা হলেন মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন ও সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল হক। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় মদিনাতুল উল আলহাজ্ আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী জানিয়েছেন, অনিয়মের অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক