হোম > সারা দেশ > ময়মনসিংহ

প্রকাশ্যে সিল মারার অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করার অভিযোগে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে ভোট গ্রহণ চলমান রয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

প্রত্যাহারকৃতরা হলেন মদিনাতুল উল আলহাজ আকবর হোসেন কাওমি মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন ও সহকারী প্রিসাইডিং অফিসার নুরুল হক। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়। 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রকাশ্যে সিল মারা ও নৌকার পক্ষে কাজ করায় মদিনাতুল উল আলহাজ্ আকবর হোসেন কাওমী মাদ্রাসা ও এতিমখানা কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। এ সময় নৌকার পোলিং এজেন্ট আবুল কালাম আজাদকেও কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ আলম চৌধুরী জানিয়েছেন, অনিয়মের অভিযোগে তাঁদের প্রত্যাহার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা