হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে বন্ধ গণপরিবহন, বিপাকে সাধারণ মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি

ডিজেলের দাম ১৫ টাকা বৃদ্ধি করার প্রতিবাদে ময়মনসিংহের চালকেরাও গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে সাধারণ মানুষ ও ব্যাংকের চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীদের ভোগান্তি দেখা যায়। 

চাকরিপ্রার্থী শামীমা আফরিন জানান, শুধু ব্যাংক নয়, খাদ্য ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে চাকরির নিয়োগ পরীক্ষা হবে আজ। ধর্মঘটের ডাক দেওয়ায় বাস বন্ধ থাকায় অনেকে বিপাকে পড়েছেন।

চাকরিপ্রার্থী কামরুল হাসান বলেন, `খাদ্য অধিদপ্তরে নিম্নমান সহকারী পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ঢাকায় যেতে বাস টার্মিনালে এসে জানতে পারলাম কোনো বাস ছেড়ে যাবে না। এখন কীভাবে ঢাকায় যাব, এটা বুঝতে পারছি না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরির নিয়োগ পরীক্ষা হয়ে থাকে। বেকার যুবসামজের কথা মাথায় রেখে ঘোষণা দিয়ে এক দিন পরে শনিবার থেকে পরিবহন ধর্মঘট ডাকতে পারতেন মালিকেরা।' 

ময়মনসিংহ-ধোবাউড়ার জনৈক বাসচালক বলেন, `হঠাৎ করে প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করছি।' 

এনা পরিবহনের চালক খন্দকার হানিফ বলেন, ‘হঠাৎ সরকারের এমন সিদ্ধান্ত আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছুই না। আমাদের মালিক ও পরিবহন নেতাদের সঙ্গে আলোচনা করে দাবি মানলেই রাস্তায় গাড়ি চলবে।’ 

ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা পরিবহনের সুপারভাইজার অনিক মিয়া জানান, শুক্রবার ফজরের নামাজের পর থেকেই ঢাকায় যাওয়ার জন্য যাত্রীরা টার্মিনালে এসে ভিড় করছে। সাধারণ যাত্রীদের তুলনায় চাকরিপ্রার্থী যাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে মালিক ও পরিবহননেতাদের নির্দেশে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। সরকার ডিজেল বৃদ্ধির সঙ্গে ভাড়ার সমন্বয় করলে এমন হতো না। 

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, `হঠাৎ করে ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি করায় সারা দেশের মতো ময়মনসিংহের চালক ও মালিকেরা গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের দাবি না মানা পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। আশা করছি সরকার মানুষের ভোগান্তির কথা চিন্তা করে দাবি মেনে নেবে।' 

এদিকে হঠাৎ গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় চাপ বেড়েছে ট্রেনে। সকাল থেকে স্টেশনে ঢাকাগামী যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। 

ময়মনসিংহ স্টেশন সুপারিনটেনডেন্ট জাহাঙ্গীর আলম বলেন, গণপরিবহন বন্ধ থাকায় অন্যান্য দিনের তুলনায় স্টেশনে যাত্রীর চাপ একটু বেশি ছিল। তবু লোকজন যে যেভাবে পারে ট্রেনে ঢাকার উদ্দেশে গেছে। 

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মামুনুর রহমান বলেন, `ট্রেনে যাত্রীর চাপ বেশি থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষ যেন হয়রানির শিকার না হয় আমরা চেষ্টা করছি।' 

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র