হোম > সারা দেশ > ময়মনসিংহ

দিনে হাজার টাকার খাবার খায় ‘লাল মানিক’, ঘুমায় ফ্যানের নিচে

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

আসন্ন ঈদুল আজহায় ময়মনসিংহের গৌরীপুরে কোরবানির হাটের চমক ‘লাল মানিক’। এর মালিক উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামের মো. আব্দুল খালেক (৫৫)। তিনি দাবি করেন, ফ্রিজিয়ান জার্সি জাতের ষাঁড়টির ওজন ৯২০ কেজি। চার দাঁতের তিন বছর বয়সী ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ১০ লাখ টাকা।

ষাঁড়টিকে সন্তানের স্নেহে লালনপালন করেন আব্দুল খালেকের স্ত্রী নাজমা আক্তার। প্রতিদিন সময়মতো খাবার দেওয়া, গোসল করানো এবং মশারি খাটানো তিনিই করে থাকেন। এ কাজে তাঁকে সহযোগিতা করেন তাঁর ছেলে মো. শহিদুল ইসলাম (১৯)। তাই মা-ছেলের সঙ্গে লাল মানিকের সখ্য একটু বেশি।

জানা গেছে, লাল মানিককে প্রতিদিন খেতে দিতে হয় চিড়া, কলা, ভুসি, চালের কুড়া ও ঠান্ডা শরবত। এ জন্য দৈনিক খরচ হয় প্রায় হাজার টাকা। তার থাকার ঘরে রয়েছে সিলিং ফ্যান। লোডশেডিংয়ে রাখা হয়েছে সৌরবিদ্যুৎচালিত ফ্যানের ব্যবস্থা। রয়েছে মশারিও। রীতিমতো বিলাসী জীবন যাপনে অভ্যস্ত লাল মানিক।

প্রতিবেশী মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের এ অঞ্চলের সবচেয়ে বড় ষাঁড় লাল মানিক। এটি দেখতে বড়, গায়ের রং অনেক সুন্দর ও চকচকে। ষাঁড়টিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই লোকজন আসে।’

প্রাণিসম্পদ কার্যালয় বলছে, উপজেলায় এবার চাহিদার চেয়ে বেশি রয়েছে কোরবানির পশু। ওজনে ৫০০ কেজির ওপরে আছে শতাধিক। এগুলোর বেশির ভাগই শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের দেশি ক্রস।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশিদ আজকের পত্রিকাকে বলেন, এবার কোরবানির পশুর চাহিদা ৭ হাজার ৪০০টি। প্রস্তুত রয়েছে ৮ হাজার ৭৮৮টি পশু। এর মধ্যে গরু ৪ হাজার ৪৫৫টি, ছাগল ও ভেড়া ৪ হাজার ৩৪৩টি।

ভালুকায় পিটিয়ে হত্যা: চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করে জনতার হাতে তুলে দেওয়া হয়— র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা

পুলিশের ভয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে ময়মনসিংহে আ.লীগ নেতার মৃত্যু

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

ভালুকায় পিটিয়ে হত্যার পর যুবকের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

মেলায় মিলল ৬০ কেজি ওজনের কচু

বিজয় দিবস উদ্‌যাপনে মুছে ফেলা হলো জুলাই আন্দোলনের গ্রাফিতি