শেরপুরের নকলায় পুকুরে ডুবে জেলেখা আক্তার (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ রোববার সকালে পাঠাকাটা ইউনিয়নের কৈয়াকুড়ি কান্দাপাড়া গ্রামের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
জেলেখার ছোট ভাই হাতেম আলী জানান, বছর ছয়েক আগে স্বামী মোহাম্মদ আলী মারা যাওয়ার পর থেকে নিঃসন্তান মানসিক ভারসাম্যহীন জেলেখা কৈয়াকুড়ি কান্দাগ্রামে মায়ের সঙ্গে বাস করছিলেন। আজ ভোরে জেলেখা ঘর থেকে বেরিয়ে যান। সকাল ৯টার দিকে বাড়ির পাশে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নকলা থানার সহকারী পরিদর্শক (এসআই) পুলক চন্দ্র রায় বলেন, ‘জেলেখা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে শুনেছি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’