হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণচেষ্টার মামলায় মো. ইব্রাহিম (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের চায়নামোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছ। আজ বুধবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।’ 

গ্রেপ্তার মো. ইব্রাহিমের বাড়ি দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামে। 

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, গত সোমবার বিকেলে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম। এ সময় চিৎকার শুনে ছাত্রীর মা পাশের খেত থেকে বাড়িতে এলে ইব্রাহিম পালিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে। 

স্কুলছাত্রীর বাবা জানান, তাঁদের বাড়িতে বিভিন্ন সময়ে আসা-যাওয়া করতেন ইব্রাহিম। ঘটনার দিন তাঁর স্ত্রী বাড়ির পাশের খেত থেকে ছাগল আনার জন্য যান। ওই সময় বাড়িতে তাঁর মেয়ে একা ছিল। এই সুযোগে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইব্রাহিম।

ময়মনসিংহে নিহত দিপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন