হোম > সারা দেশ > ময়মনসিংহ

সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ: ১৭ ঘণ্টা পর নিখোঁজ মায়ের লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যাওয়া চার বছর বয়সী সন্তানকে বাঁচাতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয়েছিলেন মা। ১৭ ঘণ্টা পর আজ শনিবার বেলা ১১টায় তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদের সালটিয়া সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় নৌকায় থাকা স্বজনেরা নদে পড়ে যাওয়া শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও ওই নারী তলিয়ে যান। এরপর তাঁর খোঁজ মেলেনি।

নিখোঁজ রিমি আঞ্জুমান (৩৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার নগর হাতল গ্রামের নাজমুল ইসলাম সবুজের স্ত্রী। এই দম্পতির তিন সন্তান আছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শনিবার ভোর ৬টা থেকে ব্রহ্মপুত্র নদের সালটিয়া সেতুসংলগ্ন এলাকার আশপাশে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান শুরু করেন। বেলা ১১টা নাগাদ সেতুর নিচ থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেন তাঁরা। 

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ‘নিখোঁজ মায়ের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুলিশের কাছে হস্তান্তর করে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ বিলম্বিত হয়েছে।’ 

গফরগাঁও থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ‘শনিবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে উদ্ধারকাজে সহযোগিতা করে পুলিশ। লাশ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা পুলিশের কাছে হস্তান্তর করেন। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করলে পুলিশ মরদেহ বুঝিয়ে দেয়।’ 

নিহত রিনি আঞ্জুমানের স্বামী নাজমুল ইসলাম সবুজ বলেন, ‘শনিবার ভোর থেকেই স্বজনদের নিয়ে নদের পাড়ে অপেক্ষায় ছিলাম। স্ত্রীর মরদেহ উদ্ধারের পর পুলিশ থানায় নিয়ে যায়। দুপুর ১২টার দিকে থানা থেকে মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছি।’

স্বজনদের বরাতে পুলিশ জানায়, ওই গৃহবধূ, তাঁর ভাই, শাশুড়িসহ পাঁচজন গফরগাঁওয়ের রওনা ইউনিয়নের পাঁচুয়ায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বিকেলের দিকে তাঁরা নৌকায় করে ব্রহ্মপুত্র নদে ঘোরার একপর্যায়ে ওই নারীর চার বছর বয়সী ছেলে আব্দুল্লাহ আল সাদ পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ওই নারী নদীতে ঝাঁপ দেন। এরই মধ্যে নৌকায় থাকা স্বজনেরা ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে ওই গৃহবধূ পানিতে তলিয়ে যান।পুলিশ আরও জানায়, শুক্রবার ঘটনার পর থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় দেড় ঘণ্টা যৌথ অভিযান চালিয়েও নদে নিখোঁজ নারীর সন্ধান পায়নি। ঘটনাস্থলে বেশ স্রোত রয়েছে। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। নদ থেকে উদ্ধার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায় স্বজনেরা।

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

কুয়াশায় যমুনায় আটকা বর-কনেসহ ৪৭ যাত্রীর নৌকা, ১৫ ঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহে মাজার ভাঙচুর করে মলমূত্র ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

ভারতে পালানোর সময় বেনাপোল সীমান্তে ময়মনসিংহের যুবলীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ৬ আসামি গ্রেপ্তার

বড়দিনের প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা

বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক এমপি সারোয়ারের জামিন নামঞ্জুর

দুর্গাপুরে বড়দিন উপলক্ষে ক্রিসমাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত