হোম > সারা দেশ > ময়মনসিংহ

১১ দিনেও খোঁজ মেলেনি মাদ্রাসাছাত্র নাঈমের

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জুবায়ের আহম্মেদ নাঈম (১৩) নামে এক মাদ্রাসাছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। এ ঘটনার ৪ দিন পর নাঈমের বড় ভাই মেহেদী হাসান নান্দাইল থানায় সাধারণ ডায়েরি করেন। 

ডায়েরি সূত্রে জানা যায়, জুবায়ের আহম্মেদ নাঈম উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের ইন্নস আলীর ছেলে। সে শেরপুর ইউনিয়নের পাছরুখী ইউনুসিয়া এশাতুল উলুম তালতলা মাদ্রাসায় হেফজ বিভাগের পড়াশোনা করত। গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। 

নিখোঁজ হওয়া পর আত্মীয়স্বজন ও আশপাশে খোঁজ নিয়েও সন্ধান পাইনি তার পরিবার। পরে গত ১২ ফেব্রুয়ারি নান্দাইল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নম্বর ৩২৮। নিখোঁজের সময় নাঈমের পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গি। উচ্চতা ৪ ফুট, হালকা পাতলা চেহারা ও গায়ের রং ফরসা। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের ঘটনায় তার বড় ভাই জিডি করেছেন। আমরা খোঁজ নিচ্ছি। এ ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে