হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইসলামপুর-ঝগড়ারচর সড়কের অর্ধশত পয়েন্টে জলাবদ্ধতা, চলাচলে দুর্ভোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

সামান্য বৃষ্টিতেই জামালপুরের ইসলামপুর-ঝগড়ারচর পাকা সড়কের অর্ধশত পয়েন্টে প্রায় ১৪ কিলোমিটার এলাকা জুড়ে পানি জমে থই থই করছে। এ জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে উদ্যোগ ও আশ্বাসের কথা জানালেও কোনো সমাধান হয়নি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সড়কে চলাচল করতে পথচারীদের ভয়াবহ দুর্ভোগ পোহাতে হচ্ছে। অন্যদিকে, জলাবদ্ধতা তাকায় সড়কের পিচ ও ইট ওঠে সৃষ্টি হচ্ছে খানাখন্দের। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, সামান্য বৃষ্টি হলেই ১৪ কিলোমিটার দীর্ঘ সড়কটির অন্তত অর্ধশত পয়েন্টে জলাবদ্ধতা সৃষ্টি হয়। চরদাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন মোড়, বটচর মোড়, পোড়ারচর দাখিল মাদ্রাসা ব্রিজের পশ্চিমপাশ, পেড়ারচর বাজার, পোড়ারচর মণ্ডলপাড়া বাজারের পশ্চিমপাশ, পোড়ারচর পূর্বপাড়া মোড়, টুংরাপাড়া মোড়, চন্দনপুর পশ্চিমপাড়া মোড়, চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরপাশ, চন্দনপুর পূর্বপাড়া মোড়, কড়ইতলা মোল্লা বাজারসহ অর্ধশত পয়েন্টে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে একদিকে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন, অপরদিকে ইট ও পিচ ওঠে বড় ধরনের খানাখন্দের দেখা দিয়েছে। তবুও সড়কে জলাবদ্ধতা নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

পোড়ারচর গ্রামের আপেল সরদার, সুজা মেম্বার ও হাবিজুর রহমান বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে অনেক কথা শোনা যায়। কিন্তু আমরা কাজের কাজ কিছুই দেখছি না। বিশেষ করে বাজার এলাকার সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তির শিকার হতে হচ্ছে।’ 

কড়ইতলা গ্রামের বাসিন্দা রব্বানী বাপ্পী বলেন, ‘সরকার সড়ক নির্মাণে কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদারের অবহেলায় তা যথাযথভাবে কাজে আসছে না। ঠিকাদার পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই সড়কের নির্মাণকাজ শেষ করছে। এতে সামান্য বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীসহ পথচারীরা।’ 

গাইবান্ধা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে একদিকে চলাচলে মানুষ যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, অন্যদিকে পানিতে ইট-সিমেন্ট ওঠে সড়কে খানাখন্দের সৃষ্টি হচ্ছে। 

স্থানীয় গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ জানান, সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা অতি গুরুত্বপূর্ণ। কয়েক জায়গায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। যা অপ্রতুল। 

এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, জলাবদ্ধতা প্রবণ সড়কগুলো চিহ্নিত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। আশা করছি, শিগগিরই সমস্যার সমাধান হবে।

হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কি না—তা শতভাগ নিশ্চিত নয় বিজিবি

ময়মনসিংহে হেলে পড়া ভবন পরিত্যক্ত ঘোষণা, ৩ ভবনমালিককে তলব

ভালুকায় পিতা-পুত্রসহ তিনজন গ্রেপ্তার

গড়ে ওঠেনি স্মৃতির মিনার

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতঙ্কে বাসা ফাঁকা

নেত্রকোনায় লরি-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ১

১ জানুয়ারি শিক্ষার্থীরা সব নতুন বই হাতে পাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

শেরপুরে অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ডিজির সঙ্গে তর্ক: অব্যাহতির ৪ দিনের মাথায় পুনর্বহাল ময়মনসিংহের চিকিৎসক

ময়মনসিংহে টমেটোখেতে ‘মড়ক’, দিশেহারা কৃষক