হোম > সারা দেশ > নেত্রকোণা

দুর্গাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেল চলন্ত বাস, যান চলাচল বন্ধ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নিশিতা পরিবাহন নামের একটি বাস উল্টে গেছে। এতে কোনো যাত্রী আহত হয়নি তবে বাসটির সহযোগী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার ভোর ৫টার দিকে উপজেলার সাতাশি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনা পর থেকে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। 

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা দুর্ঘটনা কবলিত নিশিতা পরিবহনের বাসটি পাশের উপজেলা কলমাকান্দার দিকে যাচ্ছিল। পথে দুর্গাপুর উপজেলার সাতাশি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত অবস্থায় সড়কেই উল্টে যায়। এরপর থেকেই সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ কারণে দুর্ভোগেও পড়েছেন পথচারীরা। 

বাসটির সুপারভাইজার আলমগীর মিয়া জানান,৮-১০ জন যাত্রী নিয়ে কলমাকান্দার দিকে যাচ্ছিল বাসটি। সাতাশি বাজার এলাকায় পৌঁছাতেই বাসটির টায়ার রড ভেঙে সড়কেই উল্টে পড়ে। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বাসটি সড়কের ওপর থেকে সরিয়ে নিতে চেইন কুপ্পা ডাকা হয়েছে। আপাতত যান চলাচল বন্ধ। কাজ শুরু হবে তাই যান চলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লাগবে।

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার