হোম > সারা দেশ > ময়মনসিংহ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর আসন বাতিল

জাককানইবি প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে মাদক সেবন করায় চার শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করেছে হল প্রশাসন। আজ শনিবার এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

হল সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার হলের অষ্টম তলার ৮৩১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে আজ শনিবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ওই কক্ষের চারজন আবাসিক শিক্ষার্থীর আসন স্থায়ীভাবে বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গ ও হল অভ্যন্তরের সুষ্ঠু পরিবেশ নষ্টের অভিযোগ ও সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৮৩১ নম্বর কক্ষের চার শিক্ষার্থীর আবাসিক আসন স্থায়ীভাবে বাতিল করা হলো। এই শিক্ষার্থীদের আগামী ৭ দিনের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হলো।

হলের শিক্ষার্থীদের দাবি, ‘প্রায় সময়েই এ কক্ষ থেকে মাদকের গন্ধ ছড়িয়ে পড়ত আশপাশের কক্ষে। এ ছাড়া সন্ধ্যার পর বঙ্গবন্ধু হলের বিভিন্ন কক্ষেও মাদক সেবন করা হয় বলে অভিযোগ একাধিক শিক্ষার্থীর। যদি হল প্রশাসন সহযোগিতা করে আমরাও সহযোগিতা করতে পারব।’

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আবাসিক হলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতেও যদি হলের কক্ষে মাদক সেবনের ঘটনা পাওয়া যায়, তাহলে ওই কক্ষের সবার আসন স্থায়ীভাবে বাতিল করা হবে। সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে সজাগ থাকতে বলব।’ তবে, তিনি আসন বাতিল হওয়া চার শিক্ষার্থীর নাম প্রকাশ করতে অনীহা প্রকাশ করেন।

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার