গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা-পুলিশ।
আজ সোমবার বিকেলে গৌরীপুর পৌর শহরের মাছমহাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় যুবদল নেতা মিরাজ ও এমরানকে আটক করা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।