ময়মনসিংহের নান্দাইলে লাকি আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার বিকেলে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে। লাকি আক্তার স্থানীয় খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন, ‘মেয়েটি তার নানার বাড়িতে থাকত। রোববার বিকেলের দিকে ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমি খবর শুনে দেখে এসেছি।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।