হোম > সারা দেশ > নেত্রকোণা

ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার সময় আটক ৩

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দায় ডিবি পুলিশ পরিচয়ে এক যুবককে তুলে নেওয়ার সময় তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিধলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে মামলা দিয়ে আজ শুক্রবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের মো. সুমন আহমেদ (৪০), একই জেলার গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের সমিউল হারুন (২৭) ও রাজশাহীর তানোর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মো. আসমত আলী (৩৩)। তাঁদের ভাষ্যমতে, সুমন আহমেদ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও সামিউল হারুন স্নাতক (অনার্স) পড়ুয়া ছাত্র।

উপজেলার কৈলাটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে বলেন, ‘ওই তিনজন রংছাতির এক যুবককে আব্বাছনগর থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে আসে সিধলী বাজারে। আব্বাছনগর থেকে সিধলীর দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার। সিধলীতে নিয়ে এসে সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় ওই যুবকের চিৎকারে লোকজন জড়ো হয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশ পরিচয়ধারীদের কাছে পরিচয়পত্র দেখতে চাই। তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। তখনই উপস্থিত লোকজন তাদের ওপর চড়াও হয়।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘পরিস্থিতি খারাপ হবে ভেবে পুলিশে খবর দিই। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। রাজশাহী থেকে ওই তিনজনকে স্থানীয় কেউ ভাড়ায় এনে অপরাধমূলক কাজ করাতে চেয়েছে হয়তো। স্থানীয় কয়েকজন ছেলেকে ওই তিনজনের পক্ষ নিতেও দেখেছি। ঘটনার পেছনে অন্য কিছু লুকিয়ে থাকতে পারে। তদন্ত করলে সব বেরিয়ে আসবে।’

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, ওই তিন যুবক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে এলাকার কয়েকজনের কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার দাবিতে কয়েকজনকে মারধরও করেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করেছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে