হোম > সারা দেশ > নেত্রকোণা

কলমাকান্দায় চুরি করতে দেখে চিৎকার, চোরের পিটুনিতে নারীসহ আহত ৪

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় ঘরে চোর ঢুকে চুরি করতে দেখে চিৎকার করলে চোরেরা পিটিয়ে নারীসহ চারজনকে আহত করেছে। গতকাল বৃহস্পতিবার শেষ রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন মো. নুরুল ইসলাম ফকির, তাঁর স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার ও আরেক মেয়ে রীমা আক্তার। এ বিষয়ে ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় আজ শুক্রবার একটি লিখিত অভিযোগ জানিয়েছেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, শুক্রবার ভোরের দিকে হাওয়া বেগম ফজরের নামাজ আদায়ের জন্য অজু করতে ঘরের বাইরে বের হন। তখনো ঘরে মেয়ে রেখা আক্তার ও রিমা আক্তার ঘুমাচ্ছিলেন। এ সময় কৌশলে চোরেরা ঘরে ঢুকে পড়ে। একপর্যায়ে ঘরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রিমার। ঘরে চোর ঢুকেছে দেখতে পেয়ে তারা চোর চোর বলে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে হাওয়া বেগমসহ বাড়ির অন্য ঘরে থাকা নুরুল ইসলাম, নূর আলম ছুটে গিয়ে চোরদের ধাওয়া করেন। এ সময় চোরেরা বাড়ির লোকজনের ওপর হামলা চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বলেন, ‘এলাকার চিহ্নিত চোরেরা আমার ঘরে রাখা ৫ লাখ টাকা ভর্তি ব্যাগসহ একটি মোবাইল ফোন নিয়ে গেছে। এ সময় বাধা দিলে চোরেরা আমাদের মারধর করে পালিয়ে গেছে। তাদের চিনতে পেরেছি। আমি বাদী হয়ে তাদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে