হোম > সারা দেশ > ময়মনসিংহ

সামান্য বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতা

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যায়। ভারী বৃষ্টি হলে হাসপাতাল প্রাঙ্গণ পানিতে থই থই করে। হাসপাতালে আসা, ভর্তি থাকা রোগী এবং তাঁদের স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সসহ সাধারণের চরম দুর্ভোগ পোহাতে হয়। হাঁটু পানি ভেঙে তাঁদের হাসপাতালে আসা যাওয়া করতে।

গফরগাঁও উপজেলার প্রায় সাড়ে ৫ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু গফরগাঁও উপজেলাই নয়, পার্শ্ববর্তী, নান্দাইল ও ত্রিশাল উপজেলার একাংশ এবং কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার একটি বড় অংশ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থাকেন। এ অবস্থায় হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সামান্য বৃষ্টি হলেই চরম দুর্ভোগের শিকার হন। ভালো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং হাসপাতালটি সড়কের তুলনায় নিচু হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। 

গফরগাঁও হাসপাতালে ভর্তি রোগীর স্বজন হুমায়ুন কবীর জানান, তাঁর বোন মহিলা ওয়ার্ডে ভর্তি আছে। এই কয়দিন বৃষ্টিতে হাসপাতালের ভেতরের রাস্তায় পানিতে সয়লাব। এ সময় বৃষ্টি আর ড্রেনের নোংরা পানির ওপর দিয়ে আসা যাওয়া করতে হয়েছে তাঁকে। 

পৌর এলাকার গৃহিণী আসমা আক্তার বলেন, হাসপাতালে গিয়েছিলাম টিকার খোঁজে। আসার সময় বৃষ্টির কারণে হাটু পানির ওপর দিয়ে হেঁটে আসতে হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছর গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের খান বাহাদুর ইসমাইল রোড (কেবিআই সড়ক) সম্প্রসারণ ও উঁচু করে পাকাকরণের ফলে সড়কের পানি অপেক্ষাকৃত নিচু এলাকা দিয়ে গড়িয়ে যাওয়ায় হাসপাতালসহ আশপাশের আবাসিক এলাকায় ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

হাসপাতাল রোডের ব্যবসায়ী রতন মিয়া জানান, সামান্য বৃষ্টিতে হাসপাতালের সামনে পানিতে একাকার হয়ে যায়। আর ভারী বৃষ্টি বেশি হলে হাসপাতালের চত্বরসহ পুরো হাসপাতালটি পানিবন্দী হয়ে পড়ে। 

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, বৃষ্টি হলে ডাক্তার, নার্স, রোগীসহ সকলেই সমস্যায় পড়েন। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পৌর মেয়রকে অবহিত করা হয়েছে। একটি বড় পরিসরে ড্রেনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. তাজুল ইসলাম বলেন, ‘বৃষ্টিতে হাসপাতাল প্রাঙ্গণে জলাবদ্ধতার বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। অদূর ভবিষ্যতে পৌর এলাকার মাস্টার প্ল্যানে সমস্যাটি অন্তর্ভুক্ত করে সমাধানের চেষ্টা করা হবে।’ 

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, সোয়া ৩০০ জনকে আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ