হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে ৫ ডাকাত গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রাইভেট কার আটকে ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৪০ হাজার টাকা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান। 

এর আগে গতকাল সোমবার রাতে কিশোরগঞ্জ থেকে এই পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পশ্চিম হারুয়া গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান রায়হান (২৮), নিমুক পুরুরা গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে মো. মিনহাজ আলী (৩৫), বনগ্রাম গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. উজ্জ্বল মিয়া (২৭), মো. রহমত আলীর ছেলে মো. ওয়াহিদ আলী (৩৮) ও কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রীনগর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মো. সেলিম জাহান (৪৫)। 

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, ২০ মার্চ বেলা দেড়টার দিকে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন আঞ্চলিক মহাসড়কের খুরশিদ মহল ব্রিজের পশ্চিম পাশে দুইটি মোটরসাইকেলে পাঁচজন ডাকাত এসে একটি প্রাইভেট কারকে মহাসড়কে গতিরোধ করে। খেলনার পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে প্রাইভেট কার আরোহী মো. বাবুল মিয়ার (৪৩) কাছ থেকে একটি ব্যাগে রাখা ১২ লাখ টাকা নিয়ে যায়। এ ঘটনায় পরদিন পাগলা থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। 

পরবর্তী সময়ে ডাকাত দলকে গ্রেপ্তার ও লুট করা টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। গত রাত কিশোরগঞ্জ জেলার কটিয়াদী ও সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। 

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ডাকাতির ঘটনায় জড়িত অপর ডাকাতদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। 

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

মনোনয়ন পরিবর্তনের দাবিতে ফের ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ