হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ডাকাতির প্রস্তুতি মামলার আসামির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নূরনবী হক জিসান ময়মনসিংহ সদর উপজেলার পালপাড়া গ্রামের নজরুল হকের ছেলে। তিনি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম।

তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে কারাগারের ভেতরের ওয়ার্ডে সিঁড়ির রেলিং থেকে মাথা ঘুরে পড়ে যান। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

মাথায় আঘাত পাওয়ায় কারাগারের চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে তাঁকে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয়। পরে বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম বলেন, জিসানের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আগে থেকে কোনো জটিল রোগে আক্রান্ত ছিলেন কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই পরিষ্কার হবে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জিসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জিসানের ভগ্নিপতি ফারুক হোসেন বলেন, ‘মৃত্যুর পর আমাদের খবর দেওয়া হয়েছে। ১২টার দিকে ঘটনা ঘটলেও কেন আমাদের বিকেল ৩টার দিকে জানানো হলো। একটা সুস্থ-সবল মানুষ মাথা ঘুরিয়ে পড়ে কোনোভাবেই মরতে পারে না। আমরা একটা অভিযোগ করতে থানায় গেয়েছিলাম। তাতেও ব্যর্থ হয়েছি। আমরা মৃত্যুর সঠিক কারণ জানতে চাই।’

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

উত্তরায় আগুন: ঈশ্বরগঞ্জে পাশাপাশি খোঁড়া হয়েছে তিন কবর, এলাকায় শোক

মনোনয়ন ফিরে পেলেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সারোয়ার

ভালুকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রধান শিক্ষকের

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার