হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় ভুক্তভোগী নারী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধর্ষণচেষ্টাকারীকে দা দিয়ে কুপিয়ে থানায় গিয়ে মামলা করেছেন এক নারী। গত শনিবার দিবাগত রাতে নালিতাবাড়ী থানায় এই মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আমীন (৫০)। তিনি উপজেলার চেল্লাখালী গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। 

এদিকে দা দিয়ে কোপানোর অভিযোগে ভুক্তভোগী ওই নারীও হয়েছেন আরেক মামলার আসামি। আজ রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহার এবং পুলিশ ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারীর স্বামী ঢাকায় থাকেন। তিন সন্তান নিয়ে তিনি বাড়িতেই থাকেন। এই সুযোগে উপজেলার চেল্লাখালী গ্রামের নুরুল আমীন কয়েক দিন ধরে ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। শনিবার রাতে তিনি দুই সন্তানকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়ান ও কোলের সন্তানকে নিয়ে জেগে ছিলেন। এ সময় নুরুল আমীন ওই নারীর ঘরে ঢুকে তাঁকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে ওই নারী দা নিয়ে কোপ দেন নুরুল আমীনের শরীরে। তখন আহত অবস্থায় নুরুল আমীন পালিয়ে যান।

রাতে ওই নারী বাদী হয়ে নুরুল আমীনকে আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীনকে আটক করে।

অপর দিকে রোববার সকালে অভিযুক্ত নুরুল আমীনের ছেলে ফরহাদ আমীন বাদী হয়ে তাঁর বাবাকে দা দিয়ে কোপানোর অভিযোগে ওই নারীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, নারীর করা মামলার আসামি শেরপুর সদর হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। সুস্থ হলে তাঁকে আদালতে পাঠানো হবে। অপর দিকে ওই নারীর বিরুদ্ধে মামলা করায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে। 

ভালুকায় অটোরিকশার ধাক্কায় কৃষক নিহত

ময়মনসিংহে ল্যাম্পপোস্ট চুরি করতে গিয়ে দুই যুবকের মৃত্যু

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন: আলী রীয়াজ

সড়কের পাশে ছুড়ে ফেলা কার্টন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

ছেলেকে বিদেশে পাঠাতে সর্বস্ব হারিয়ে পথে পথে চা বিক্রি করছেন মা

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন, হুড়োহুড়িতে বেশ কয়েকজন আহত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে, রোগী ও স্বজনদের স্বস্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, রোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে