হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কে পড়ে ছিল যুবকের রক্তাক্ত লাশ

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনা সদরের দক্ষিণ মদনপুর এলাকা থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার দক্ষিণ মদনপুর সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষতচিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম ইমরান ফারাস (৩০)। তিনি দক্ষিণ মদনপুর এলাকার জিনাতুল ফারাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয়রা রাস্তার পাশে ইমরানের রক্তমাখা লাশ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ‘নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে, ছেঁচড়ানোর দাগও দেখা গেছে। বিশেষ করে চোখের নিচে গভীর ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

গফরগাঁওয়ে ট্রেন লাইনচ্যুত: গতি কম থাকায় রক্ষা পেয়েছেন যাত্রীরা

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০