ময়মনসিংহের গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এঘটনায় ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গফরগাঁওয়ের মশাখালী স্টেশনের কাছে তিস্তা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়।
গফরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস মশাখালী স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে গেছে। ফলে ঢাকা ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তিস্তার জন্য ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, কাওরাইদ জামালপুর কমিউটার, শ্রীপুর ব্রহ্মপুত্র এক্সপ্রেস রাজেন্দ্রপুর স্টেশনে আটকা পড়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আসছে। কিছুক্ষণের মাঝেই যোগাযোগ সচল হবে। তবে, এই ঘটনায় কোন স্টেশনে ট্রেন আটকে আছে কি না। তা জানাতে পারেননি তিনি।