হোম > সারা দেশ > নেত্রকোণা

স্বামী বললেন বিষ খেতে, খেয়ে মরলেন স্ত্রী 

প্রতিনিধি, দুর্গাপুর(নেত্রকোনা) 

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে জোসনা আক্তার (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষপানের ১৬ ঘণ্টা পর মারা যান ওই গৃহবধূ।

মৃত জোসনা আক্তার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের গাঁওকান্দিয়া গ্রামের আনিস মিয়ার (৩০) স্ত্রী এবং এই দম্পতির দুই ছেলে ও এক মেয়েসন্তান রয়েছে।

গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ।   

নিহতের ভাই মো. মোমিন মিয়া জানান, `আমার বোনকে মারপিট না করার জন্য স্বামী আনিস মিয়া ও তার পরিবারের লোকজনকে কয়েকবার বোঝানোর চেষ্টা করেছি। তার পরও টাকাপয়সাসহ বিভিন্ন অজুহাতে আমার বোনকে প্রায় সময়ই শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত বৃহস্পতিবার জোসনা আক্তার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ওষুধ আনার কথা বলে। কিন্তু ওষুধ না এনে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ওষুধের পরিবর্তে ঘরের ভেতর বিষ রাখা আছে খেয়ে মরে যেতে বলে। স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে ওই দিন রাত ১০টার দিকে আমার বোন বিষপান করে।'

মোমিন মিয়া বলেন, `বিষপানের বিষয়টি আনিস মিয়া আমার ফুপাতো ভাই লাল মিয়াকে জানালে তিনি আমার বোনকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার বেো ৩টার দিকে আমার বোন মারা যায়।'

দুর্গাপুর থানার ওসি মো. শাহনুর-এ আলম শনিবার সকালে গৃহবধূর মৃতদেহ মর্গের পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী আনিস মিয়া পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

নান্দাইলে গাছের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহে দিপু চন্দ্র হত্যা: লাশ পোড়ানোর নির্দেশদাতা গ্রেপ্তার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা