হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে, ৬টি গরুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে গরুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে ছয় গরু মারা গেছে। আজ রোববার বিকেলের দিকে নান্দাইল-তাড়াইল সড়কের গাংগাইল বাজারে এ ঘটনা ঘটে। এতে গরু ব্যবসায়ী আবুল বাশার ও নছিমনচালক মালেক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কেন্দুয়া থেকে নছিমনে গরু বোঝাই করে নান্দাইলের মেরেঙ্গা বারপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে গাংগাইল বাজারের কাছে আসতেই ঢাকা থেকে তাড়াইল অভিমুখী একটি দ্রুত গতির বাস ধাক্কা দেয়। এতে গরুবোঝাই নছিমনটি পাশের পুকুরে পড়ে ডুবে যায়। উদ্ধার কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় পানিতে ডুবে ছয়টি গরু মারা যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জীবিত দুটি উদ্ধার করা হয়।

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে গরুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ব্যবসায়ী আবুল বাশার বলেন, ‘নছিমন বোঝাই করে গরু নিয়ে মেরেঙ্গা বাজারে যাওয়ার পথেই বাসে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। আমার ছয়টি গরু মারা গেছে এতে প্রায় আট লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ময়মনসিংহে নিহত দীপুর বাড়িতে জেলা প্রশাসক, স্ত্রীকে চাকরির আশ্বাস

পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: গ্রেপ্তার ১২ আসামির ৩ দিন করে রিমান্ড

নড়বড়ে বাঁশে ঠেস দেওয়া ৪৮০ ভোল্টের খুঁটি

বিস্ফোরক মামলায় সাবেক এমপি সারোয়ার কারাগারে

ময়মনসিংহে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন: আরও ২ আসামি গ্রেপ্তার

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

দিপুকে হত্যার পর ঝুলিয়ে পোড়ানোর ঘটনায় আরও তিনজন গ্রেপ্তার

দিপু চন্দ্রকে জোরপূর্বক চাকরিতে ইস্তফা দিয়ে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়: র‍্যাব

ময়মনসিংহের নান্দাইল: নদীর জায়গা দখল করে আ.লীগ নেতার মার্কেট

দিপুকে পিটিয়ে হত্যার পর লাশে আগুন