হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে, ৬টি গরুর মৃত্যু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে গরুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে ছয় গরু মারা গেছে। আজ রোববার বিকেলের দিকে নান্দাইল-তাড়াইল সড়কের গাংগাইল বাজারে এ ঘটনা ঘটে। এতে গরু ব্যবসায়ী আবুল বাশার ও নছিমনচালক মালেক আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, কেন্দুয়া থেকে নছিমনে গরু বোঝাই করে নান্দাইলের মেরেঙ্গা বারপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে গাংগাইল বাজারের কাছে আসতেই ঢাকা থেকে তাড়াইল অভিমুখী একটি দ্রুত গতির বাস ধাক্কা দেয়। এতে গরুবোঝাই নছিমনটি পাশের পুকুরে পড়ে ডুবে যায়। উদ্ধার কার্যক্রম দেরিতে শুরু হওয়ায় পানিতে ডুবে ছয়টি গরু মারা যায়। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জীবিত দুটি উদ্ধার করা হয়।

নান্দাইলে বাসের ধাক্কায় গরুবাহী নছিমন পানিতে পড়ে গরুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ব্যবসায়ী আবুল বাশার বলেন, ‘নছিমন বোঝাই করে গরু নিয়ে মেরেঙ্গা বাজারে যাওয়ার পথেই বাসে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছে। আমার ছয়টি গরু মারা গেছে এতে প্রায় আট লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

ময়মনসিংহে বিএনপির লিটনসহ আরও ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

রাতের খাবার খেতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার বাকৃবির ৫ শিক্ষার্থী

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩

দীপু দাস হত্যা: নিথর দেহ গাছে ঝোলানোর ‘মূল হোতা’ গ্রেপ্তার

গফরগাঁওয়ে মনোনয়ন দ্বন্দ্বে নাশকতা, তিন শতাধিক আসামি করে দুই মামলা

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত, অভিযুক্ত গ্রেপ্তার

ময়মনসিংহ বিভাগ: অবৈধভাবে চলছে ৪৫৯ ইটভাটা

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র